Breaking







Friday, November 4, 2022

রাজ্যে স্কুলে গ্রুপ ডি ও গেস্ট টিচার নিয়োগ | WB Jobs Recruitment 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

 নমস্কার বন্ধুরা নতুন একটি চাকরির খবরে তোমাদের অনেক অনেক স্বাগত | বিভিন্ন ধরনের চাকরির আপডেট সবার আগে আপানদের কাছে পৌঁছে দিতে আমরা তত্পর | আজ তাই আরো একটি চাকরির নিয়োগের তথ্য় নিয়ে আমরা হাজির হয়েছি - রাজ্যে স্কুলে গ্রুপ ডি ও গেস্ট টিচার নিয়োগ শুরু (West Bengal Jobs Recruitment 2022) | এই নিয়োগের সবথেকে ভালো দিক হলো ছেলে বা মেয়ে যে কেউ আবেদন করতে পারবে এই পদের জন্য | বেশ কিছু পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে  | এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য নিম্নে দেওয়া হলো - 


WB Jobs Recruitment 2022


নিয়োগকারী সংস্থা : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে জলপাইগুড়ি জেলার অধীনে এই নিয়োগ করা হবে |

পদের নাম : এই নিয়োগ টি তে মূলত গ্রুপ সি ও গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগ করা হচ্ছে | বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যেমন গেস্ট টিচার, ল্যাবরেটরি এটেনডেন্ট, কুক, কুক হেলপার প্রভৃতি পদে আবেদন করা যাবে | 


গেস্ট টিচার পদের ক্ষেত্রে

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন সহ B.Ed কোর্স করা থাকতে হবে 
মোট শূন্যপদ : ০৫ টি 
বয়সসীমা : এই পদের জন্য সর্বনিম্ন বয়স সীমা হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 40 বছর 
এই পদের বেতন : 12,000 /-

ল্যাবরেটরি এটেনডেন্ট পদের ক্ষেত্রে : 

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে 
মোট শূন্যপদ : ০১ টি 
বয়সসীমা : এই পদের জন্য সর্বনিম্ন বয়স সীমা হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 40 বছর 
এই পদের বেতন : 15,000 /-

কুক পদের ক্ষেত্রে : 

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে 
মোট শূন্যপদ : ০৩ টি 
বয়সসীমা : এই পদের জন্য সর্বনিম্ন বয়স সীমা হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 40 বছর 
এই পদের বেতন : 12,000 /-

কুক হেল্পার পদের ক্ষেত্রে : 

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ করা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে 
মোট শূন্যপদ : ০১ টি 
বয়সসীমা : এই পদের জন্য সর্বনিম্ন বয়স সীমা হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 40 বছর 
এই পদের বেতন : 11,000 /-

সুইপার পদের ক্ষেত্রে : 

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ করা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে 
মোট শূন্যপদ : ০১ টি 
বয়সসীমা : এই পদের জন্য সর্বনিম্ন বয়স সীমা হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 40 বছর 
এই পদের বেতন : 11,000 /-


আবেদনকারীর বয়সসীমা : উপরিউক্ত পদ গুলির জন্য আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 18 বছর | সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন কারীরা এই পদের জন্য আবেদন করতে পারবে |


আবেদন পদ্ধতি : এই নিয়োগের জন্য আবেদন করতে হলে মূলত অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে | এ ক্ষেত্রে পদ্ধতি গুলি ধাপে ধাপে নিচে দেওয়া হলো -

১) নিচে দেওয়া লিংক থেকে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল সাইট টি ভিজিট করতে হবে  

২) এরপর নিজের সমস্ত যাবতীয় তথ্য দিয়ে ডাউনলোড করা ফর্ম টি সাবধানে ফিল আপ করতে হবে 

৩) যে তথ্য গুলি হাতের কাছে রাখতে হবে সেগুলি হলো - নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, নিজের ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, নিজের রঙিন ফটো, সিগনেচার (যদি লাগে) প্রভৃতি |

৪) এর সাথে লাগবে আধার কার্ড ও ভোটার কার্ড নম্বর | এছাড়া অবশ্যই যেটি লাগবে সেটি হলো একটি বৈধ সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের বৈধ ইমেইল আইডি 

৫) আবেদন ফর্মের নিজের ডকুমেন্ট যদি আপলোড করতে বলে সেগুলি করতে হবে |

৬) সবশেষে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সাবমিট বাটনে ক্লিক করে ফর্ম টি জমা করতে হবে এবং আবেদন ফর্মটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে | 


প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট : রাজ্যের এই  নিয়োগ (West Bengal Govt Job Recruitment 2022) এ আবেদন করতে হলে নিচের প্রয়োজনীয় নথি গুলি অবশ্যই থাকতে হবে :

১) জন্মের প্রমানপত্র অর্থাত জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যার সাহায্যে বয়স নির্ণয় করা যায় |

২) স্থায়ী বাসিন্দার প্রমানপত্র বা নথিপত্র 

৩) ভোটার কার্ড 

৪) আধার কার্ড 

৫) শিক্ষাগত যোগ্যতার প্রমান হিসেবে মার্কশিট ও এডমিট সাথে রাখতে হবে 


নিয়োগ পদ্ধতি : রাজ্যের এই গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এবং ক্লার্ক পদ গুলির ক্ষেত্রে কয়েকটি ধাপের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে |

১) প্রথমে আবেদন জমা যা পড়বে তার ভিত্তিতে একটি লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে | 

২) এরপর আবেদনকারীদের একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে 

৩) এরপর পার্সোনালিটি টেস্ট ও সক্ষমতার টেস্ট সহ অল্প কিছু প্রশ্নের মাধ্যমে প্রার্থীদের যাচাই করে নেওয়া হবে |

৪) সবশেষে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা অনুযায়ী নিয়োগ করা হবে | 

৫) শুধুমাত্র গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করবেন তাদের সরাসরি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে | 


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ : আবেদন শুরু হয়েছে 01/11/2022 থেকে এবং উপরিউক্ত আবেদনের শেষ  তারিখ হলো 18/11/2022 উক্ত তারিখের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে | বিশদ জানতে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে |


অফিসিয়াল ওয়েবসাইট সহ অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো - 

গুরুত্বপূর্ণ লিঙ্ক 
গেস্ট টিচার অফিসিয়াল বিজ্ঞপ্তি   এই লিঙ্কে 
গেস্ট টিচার আবেদন ফর্ম   এই লিঙ্কে 
গ্রুপ ডি বিজ্ঞপ্তি   এই লিঙ্কে 
গ্রুপ ডি আবেদন ফর্ম এই লিঙ্কে 
অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কে 
টেলিগ্রামে যুক্ত হন    এই লিঙ্কে 

No comments:

Post a Comment