Breaking







Thursday, August 18, 2022

LIC তে 33,960 টাকা বেতনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | Life Insurance Corporation Recruitment 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

 নমস্কার বন্ধুরা নতুন একটি চাকরির খবরে তোমাদের অনেক অনেক স্বাগত | বিভিন্ন ধরনের চাকরির আপডেট সবার আগে আপানদের কাছে পৌঁছে দিতে আমরা তত্পর | আজ তাই আরো একটি চাকরির নিয়োগের তথ্য় নিয়ে আমরা হাজির হয়েছি - LIC তে 33,960 টাকা বেতনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো (Life Insurance Corporation Recruitment 2022) | এই নিয়োগের সবথেকে ভালো দিক হলো উচ্চ হারে বেতনের পাশাপাশি LIC-র মত সংস্থায় নিয়োগ করা হচ্ছে | বেশ কিছু পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে  | এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য নিম্নে দেওয়া হলো - 



নিয়োগকারী সংস্থা : লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের অধীনে দুই ধরনের পদে এই নিয়োগ করা হচ্ছে একটি হলো অ্যাসিস্ট্যান্ট এবং অন্যটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কিছু উপ-পদেও নিয়োগ করা হচ্ছে |

পদের নাম : LIC এর অধীনে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, এছাড়া এসিস্ট্যান্ট ম্যানেজারের মধ্যে দুই রকম পদ Assistant Manager (DME) এবং Asistant Manager (Others) পদে নিয়োগ করা হচ্ছে  | 

কর্মী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা : 
LIC এর এই কর্মী নিয়োগের চাকরিতে আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট পাশ হতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারে কাজ চালানোর মত জ্ঞান থাকতে হবে | 

আবেদনকারীর বয়সসীমা : উপরিউক্ত পদ গুলির জন্য আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 21 বছর | সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত আবেদন কারীরা এই পদের জন্য আবেদন করতে পারবে | এছাড়া Assistant Manager (DME) কর্মীদের বয়সের ঊর্ধসীমা 40 বছর রাখা হয়েছে |

আবেদন পদ্ধতি : এই নিয়োগের জন্য আবেদন করতে হলে মূলত অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে | এ ক্ষেত্রে পদ্ধতি গুলি ধাপে ধাপে নিচে দেওয়া হলো -

১) নিচে দেওয়া লিংক থেকে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল সাইট টি ভিজিট করতে হবে  

২) এরপর নিজের সমস্ত যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন টি করে ফেলতে হবে 

৩) যে তথ্য গুলি হাতের কাছে রাখতে হবে সেগুলি হলো - নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, নিজের ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, নিজের রঙিন ফটো, সিগনেচার (যদি লাগে) প্রভৃতি |

৪) এর সাথে লাগবে আধার কার্ড ও ভোটার কার্ড নম্বর | এছাড়া অবশ্যই যেটি লাগবে সেটি হলো একটি বৈধ সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের বৈধ ইমেইল আইডি 

৫) আবেদন ফর্মের নিজের ডকুমেন্ট যদি আপলোড করতে বলে সেগুলি করতে হবে |

৬) সবশেষে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সাবমিট বাটনে ক্লিক করে ফর্ম টি জমা করতে হবে এবং আবেদন ফর্মটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে | 


প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট : LIC এর এই  নিয়োগ (WLife Insurance Corporation Recruitment 2022) এ আবেদন করতে হলে নিচের প্রয়োজনীয় নথি গুলি অবশ্যই থাকতে হবে :

১) জন্মের প্রমানপত্র অর্থাত জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যার সাহায্যে বয়স নির্ণয় করা যায় |

২) স্থায়ী বাসিন্দার প্রমানপত্র বা নথিপত্র 

৩) ভোটার কার্ড 

৪) আধার কার্ড 

৫) শিক্ষাগত যোগ্যতার প্রমান হিসেবে মার্কশিট ও এডমিট সাথে রাখতে হবে 

৬) বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর 


নিয়োগ পদ্ধতি : রাজ্যের LIC এর কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে  |

১) প্রথমে আবেদন জমা যা পড়বে তার ভিত্তিতে একটি লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে | 

২) এরপর আবেদনকারীদের একটি কম্পিউটারে অনলাইন টেস্ট নেওয়া হবে 

৩) এরপর পার্সোনালিটি টেস্ট ও সক্ষমতার টেস্ট সহ অল্প কিছু প্রশ্নের মাধ্যমে প্রার্থীদের যাচাই করে নেওয়া হবে |

৪) সবশেষে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা অনুযায়ী নিয়োগ করা হবে | 

৫) ব্যাঙ্কের মতই ধাপে ধাপে পাশ করলে তবেই শেষের ফাইনাল লিস্টে স্থান পাওয়া যাবে 


বেতন : এসিস্ট্যান্ট কর্মীদের ক্ষেত্রে বেতন হলো 33,960 /- এবং কিছু উচ্চ পদের ক্ষেত্রে বেতন 80,110 /-


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ : উপরিউক্ত আবেদনের শেষ  তারিখ হলো 25/08/2022 উক্ত তারিখের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে | বিশদ জানতে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে |


অফিসিয়াল ওয়েবসাইট সহ অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো - 

গুরুত্বপূর্ণ লিঙ্ক 
অফিসিয়াল বিজ্ঞপ্তি   এই লিঙ্কে 
অনলাইনে আবেদন এই লিঙ্কে 
অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কে 
টেলিগ্রামে যুক্ত হন    এই লিঙ্কে 

No comments:

Post a Comment