Breaking







Monday, August 22, 2022

রাজ্যের সরকারী অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ সি নিয়োগ 2022 | WB Govt Group - C Recruitment 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

 নমস্কার বন্ধুরা নতুন একটি চাকরির খবরে তোমাদের অনেক অনেক স্বাগত | বিভিন্ন ধরনের চাকরির আপডেট সবার আগে আপানদের কাছে পৌঁছে দিতে আমরা তত্পর | আজ তাই আরো একটি চাকরির নিয়োগের তথ্য় নিয়ে আমরা হাজির হয়েছি -রাজ্যের সরকারী অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ সি নিয়োগ 2022 (WB Govt Group - C Recruitment 2022) | এই নিয়োগের সবথেকে ভালো দিক হলো শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এই পদে নিয়োগ করা হবে | কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে এই নিয়োগের জন্য | এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য নিম্নে দেওয়া হলো - 


রাজ্যের সরকারী অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ সি নিয়োগ 2022

নিয়োগকারী সংস্থা : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে রাজ্যের অধীনে সরকারী অফিসে এই কর্মী নিয়োগ করা হচ্ছে |

পদের নাম : রাজ্যের সরকারী অফিসে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই গ্রুপ সি কর্মী নিয়োগ | 

আবেদনকারীর বয়সসীমা : তারিখ 01/09/2022 অনুযায়ী আবেদনকারীর নূন্যতম বয়স এর কোনো সীমা উল্লেখ নেই | সর্বোচ্চ 64 বছর বয়স পর্যন্ত আবেদন কারীরা এই পদের জন্য আবেদন করতে পারবে |

আবেদন পদ্ধতি : এই নিয়োগের জন্য আবেদন করতে হলে মূলত অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে | এ ক্ষেত্রে পদ্ধতি গুলি ধাপে ধাপে নিচে দেওয়া হলো -

১) নিচে দেওয়া লিংক থেকে সবার প্রথমে নিয়োগের আবেদন ফর্ম (Application Form) টি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে 

২) এরপর নিজের সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে ভরে ফেলতে হবে এই আবেদন ফর্ম টি 

৩) যে তথ্য গুলি হাতের কাছে রাখতে হবে সেগুলি হলো - নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, নিজের ঠিকানা, কাস্ট স্ট্যাটাস প্রভৃতি |

৪) এর সাথে লাগবে আধার কার্ড ও ভোটার কার্ড নম্বর | এছাড়া অবশ্যই যেটি লাগবে সেটি হলো একটি বৈধ সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের বৈধ ইমেইল আইডি 

৫) আবেদন ফর্মের সাথে নিজের যাবতীয় তথ্য় জেরক্স করে স্ব-প্রত্যয়িত করার পর যুক্ত করে দিতে হবে | 

৬) সবশেষে আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় নথি সহ ইন্টারভিউ এর তারিখে উল্লেখিত স্থানে উপস্থিত থাকতে হবে |


প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট : রাজ্যের এই নিয়োগ (WB Govt Group - C Recruitment 2022) এ আবেদন করতে হলে নিচের প্রয়োজনীয় নথি গুলি অবশ্যই থাকতে হবে :

১) জন্মের প্রমানপত্র অর্থাত জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যার সাহায্যে বয়স নির্ণয় করা যায় |

২) স্থায়ী বাসিন্দার প্রমানপত্র বা নথিপত্র 

৩) ভোটার কার্ড 

৪) আধার কার্ড 

৫) শিক্ষাগত যোগ্যতার প্রমান হিসেবে মার্কশিট ও এডমিট সাথে রাখতে হবে 


নিয়োগ পদ্ধতি : রাজ্যের এই  নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ কর্তা হবে | 

১) সবাই কেই ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে 

২) কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না  |

৩) এরপর পার্সোনালিটি টেস্ট ও সক্ষমতার টেস্ট সহ অল্প কিছু প্রশ্নের মাধ্যমে প্রার্থীদের যাচাই করে নেওয়া হবে |

৪) সবশেষে সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা অনুযায়ী নিয়োগ করা হবে | 


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ : উপরিউক্ত নিয়োগের ইন্টারভিউ তারিখ টি হলো 01/09/2022 | উক্ত দিনে সমস্ত ডকুমেন্ট এবং আবেদন পত্র সহ উল্লেখিত স্থানে অফিস টাইমে উপস্থিত থাকতে হবে |


গুরুত্বপূর্ণ লিঙ্ক 
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম   এই লিঙ্কে 
অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কে 
টেলিগ্রামে যুক্ত হন    এই লিঙ্কে 

No comments:

Post a Comment