Breaking







Monday, October 25, 2021

WBP Constable Current Affairs 25th October 2021 - 25th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Studyiqtoday_Current_Affairs

 WBP Constable Current Affairs 25th October 2021 - 25th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স  #Studyiqtoday_Current_Affairs


WBP Constable Current Affairs 25th October 2021


 দেশের প্রথম রাজ্য হিসেবে রাজ্যের প্রতিটি ঘরে ইলেকট্রিক পৌছে দেওয়া এবং খোলা জায়গায় শৌচাগার মুক্ত হওয়ার খেতাব অর্জন করলো গোয়া সরকার 

  নাগপুরে ন্যাশনাল ইন্টার-রিলিজিয়াস কনফারেন্স অনুষ্ঠিত হলো, এই কনফারেন্সের থিম ছিল – Global Challenge to Communal Harmony and Role of India 

❏ চিনের Xichang স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে নতুন একটি স্যাটেলাইট লঞ্চ করা হলো যার নাম ‘Shijian – 21’

❏  বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম ‘Writing for My Life’

❏ প্রতিবছর 24 শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়, এবছরের থিম – One Day. One Focus : Ending Polio – delivering on our promise of a polio-free world !, এছাড়াও এই দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবেও পালিত হয়, এবছরের থিম – Recovering better for an equitable and sustainable world

 দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরী স্পেস রকেট ‘Nuri’ লঞ্চ করলো দক্ষিন কোরিয়া 

❏  2021 ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন এ পুরুষ বিভাগে জিতলেন Viktor Axelsen এবং মহিলা বিভাগে জিতলেন Akane Yamaguchi 

 তামিল ড্রামা ফিল্ম ‘Koozhangal’ কে অস্কার 2022 এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত করা হলো 

  2021 US গ্রান্ড প্রিক্স খেতাব জিতলেন ডেনমার্কের ফর্মুলা ওয়ান চালক Max Verstappen

❏ সমস্ত পোলিং স্টেশনের ডিজিটাল ম্যাপিং এর জন্য ভারতীয় নির্বাচন কমিশন ‘Garuda App’ লঞ্চ করলো 


No comments:

Post a Comment