Breaking







Sunday, October 24, 2021

WBP Constable Current Affairs 24th October 2021 - 24th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Studyiqtoday_Current_Affairs

 WBP Constable Current Affairs 24th October 2021 - 24th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স  #Studyiqtoday_Current_Affairs


WBP Constable Current Affairs 24th October 2021


❏ অ্যাক্সিস ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে (CEO) অমিতাভ চৌধুরী কে পুনরায় নিযুক্ত করা হলো 

❏ বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত বিস্তৃত 34.9 কিমি দীর্ঘ ক্রস-বর্ডার রেল লিংক ভারত নেপাল সরকারের হাতে তুলে দিলো 

❏ স্মার্ট ফোন প্রস্তুতকারক সংস্থা OnePlus নভণিত নাকরা কে ভারতীয় শাখার CEO পদে নিযুক্ত করলো 

❏ রেটিং সংস্থা ICRA এর ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রুপ CEO পদে রামনাথ কৃষ্ণন কে নিযুক্ত করা হলো

CHASE ( Chinese Ha Solar Explorer ) নামক প্রথম সোলার এক্সপ্লোরেশন স্যাটেলাইট লঞ্চ করলো চীন 

❏ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পি কে গর্গ কে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের (TOPS) চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো 

❏ কুইন এলিজাবেথ কে সরিয়ে বার্বাডোজ এর সর্বপ্রথম রাষ্ট্রপতি পদের দায়িত্ব নিতে চলেছেন Dame Sandra Mason

❏ মনীষ মালোহোত্রার MM Styles Pvt Ltd এর 40% মালিকানা কিনে নিলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 

ইউরোপিয়ান ইউনিয়নের হিউম্যান রাইট পুরস্কার Sakharov Prize জিতলেন রাশিয়ার Alexei Navalny

পেমেন্ট এবং সেটলমেন্ট এক্ট, 2007 লঙ্ঘনের জন্য পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এর উপর 1 কোটি টাকার ফাইন চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)

No comments:

Post a Comment